গতকাল পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে ডুবে যাওয়া শাহ আমানত ফেরিটিকে তুলতে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে ফেরি উত্তলনের জন্য তবে হামজা ডুবে যাওয়া ফেরিটি শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, হামজার উদ্ধার সক্ষমতা ৬০ টনের বেশি। অন্যদিকে ফেরিটির ওজন প্রায় ৪০০ টন। এ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে। প্রচুর স্রোতের কারনে সেটি পৌছাতে বেশ সময় লাগছে।
উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি শাহ আমানত। দুই-তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। ওই ফেরিতে ১৭টি ট্রাক ও ১৬টি মোটরসাইকেল ছিল। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। দুটি টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।