বিশেষ প্রতিনিধি:
জেলার ট্রাফিক বিভাগের সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার
সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ। সভায় উপস্থিত টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন পুলিশ সুপার। তিনি টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি টাঙ্গাইল জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক এবং জেলার শহরের গুরুত্বপূর্ন প্রতিটা স্থানে যানজট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা সুবিধা- অসুবিধা বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, টিআই ট্রাফিক বিভাগ টাঙ্গাইল’সহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।